Thursday, August 22, 2013

ইচ্ছে হল

ইচ্ছে হল এক ধরনের গঙ্গাফড়িং
অনিচ্ছেতেও লাফায় খালি তিরিং বিড়িং।

ইচ্ছে হল এক ধরনের বেড়াল ছানা
মিহি গলার আব্দারে সে খুব সেয়ানা।

ইচ্ছে হল এক ধরনের মগের মুলুক,
ইচ্ছে হাওয়ায় অনিচ্ছেটাও দুলছে দুলুক।

ইচ্ছে হল এক ধরনের আতশবাজি
রাতটাকে সে দিন করে দেয় এমন পাজী।

ইচ্ছে হল এক ধরনের দস্যি মেয়ে
দুপুর বেলা দাদুর আচার ফেলল খেয়ে।

ইচ্ছে হল এক ধরনের পদ্য লেখা
শব্দে সুরে ইচ্ছে করে বাঁচতে শেখা।

ইচ্ছে হল এক ধরনের পাগলা জগাই
হঠাৎ করে ফেলতে পারে যা খুশী তাই।

ইচ্ছে হল এক ধরনের স্বপ্ন আমার
মরবো দেখে বিশ্ব জুড়ে যৌথ খামার।