Thursday, April 25, 2013

পাগলা সানাই

হাত পেতে নিয়ে চেটে পুটে খাই
বিসমিল্লার পাগলা সানাই,
হাত পেতে নিয়ে চেটে পুটে খাই
স্মৃতি বিজরিত পাগলা সানাই।

ছোট্ট বেলায় শুনেছি প্রথম
কেউটে সানাই সুর পঞ্চম,
খেয়েছে লোকটা এই মাথাটাই
ধরেছে নেশায় খ্যাপাটে সানাই।

কৈশোরে দেখা আকাশ কুসুম
জানিনা কেন যে আসতো না ঘুম,
অচেনা কষ্ট কি যাচ্ছে তাই
রাতেরে নিয়েই শুনলে সানাই।

যৌবনে প্রেম যেই না এলো
জানিনা কেন যে কান্না পেলো,
সেই প্রেম আজ তোমায় জানাই
নাছোর বান্দা প্রেমিক সানাই।

গেল যৌবন মাঝ বয়সে
কান্না ঢাকতে শিখেছি হেসে,
হাসি কান্নার এই দু’টানায়
শেখালো্ আমাকে রসিক সানাই।

বিস্ময় আজও গেলোনা আমার
স্বপ্নে এখনও যৌথ খামার,
তোমার জন্য গানই বানাই
তোমার জন্য রইল সানাই।