Skip to main content

Posts

বাদল-দিনের প্রথম কদম ফুল

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান॥ মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান॥ আজ এনে দিলে, হয়তো দিবে না কাল-- রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতিস্রোতের প্লাবনে ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান॥

আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে

আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না ॥ এই চঞ্চল সজল পবন-বেগে উদ্‌ভ্রান্ত মেঘে মন চায় মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে॥ মেঘমল্লার সারা দিনমান। বাজে ঝরনার গান। মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা-- মন চায় মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে॥

ময়না ছলাৎ ছলাৎ

ময়না ছলাৎ ছলাৎ চলে রে পিছন পানে চায়না রে মন ধুকপুক ধুকপুক করে রে তোর লাগি উতলা রে শাল পিয়ালের বন থিক্যা ওই জংলা নদীর পাড়েতে তোর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রানে ময়না ছলাৎ ছলাৎ... দূর-দূর তোর এই মনটা লইয়া যাবো বাগানটায় লাল হলুদ ফুল দিয়া মুই বাঁন্ধিবো খোপায় সাধের পিরতিমা কইর‌্যা রাখুম চোখের তারাটায় রানী হইয়া রইবি মোর এই হু-হু-হু-হু পরানটায় মন চায় তোরে রাখুম ধরে জাপট দিয়া, হায়, চাঁদ তারা তোর লাগি আনুম হুকুম তায় সাধের প্রতিমা কইর‌্যা রাখুম চোখের তারাটায় রানী হইয়া রইবি মোর এই হু-হু-হু-হু পরানটায় ময়না ছলাৎ ছলাৎ চলে রে পিছন পানে চায়না রে মন ধুকপুক ধুকপুক করে রে তোর লাগি উতলা রে শাল পিয়ালের বন থিক্যা ওই জংলা নদীর পাড়েতে তোর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রানে ময়না ছলাৎ ছলাৎ...

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়

আজ ধানের খেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা। নীল আকশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে, উড়ে বেড়ায় আলোয় মেতে; আজ কিসের তরে নদীর চরে চখাচখির মেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুঠ করে। যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা।

মেঘের পরে মেঘ জমেছে

মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে- আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে। তুমি যদি না দেখা দাও কর আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা। দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে।

আমার পরান যাহা চায়

আমার পরান যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো ! তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো ! তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গো ।

আজি বাংলাদেশের হৃদয় হতে

আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী! ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে! তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥ ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ। ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে! তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥ তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী! ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে! তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥ যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি— আকাশে আজ ছড়িয়ে গেল ঐ চরণের দীপ্তিরাশি! ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে! তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥ আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী— তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী! ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে! তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥

Annabel Lee

It was many and many a year ago,     In a kingdom by the sea, That a maiden there lived whom you may know     By the name of Annabel Lee; And this maiden she lived with no other thought     Than to love and be loved by me. I  was a child and  she  was a child,     In this kingdom by the sea: But we loved with a love that was more than love —     I and my Annabel Lee; With a love that the winged seraphs of heaven     Coveted her and me. And this was the reason that, long ago,     In this kingdom by the sea, A wind blew out of a cloud, chilling     My beautiful Annabel Lee; So that her highborn kinsmen came     And bore her away from me, To shut her up in a sepulchre     In this kingdom by the sea. The angels, not half so happy in heaven, ...

ভেঙে মোর ঘরের চাবি

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার! না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন-পারে সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর-দুয়ারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা, বসে রয় রাত-প্রভাতের পথের ধারে। তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে। প্রভাতের পথিক সবে এল কি কলরবে গেল কি গান গেয়ে ওই সারে সারে! বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে।

আমার সকল দুখের প্রদীপ

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পূজা হয় নি সমাপন। যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন আমার ব্যথার পূজা হবে সমাপন। অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা বাঁধা বেদন-ডোরে মনের মাঝে উঠেছে আজ ভ'রে। যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন আমার ব্যথার পূজা হবে সমাপন।